কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের খানকার ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে ৮,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ র্যাব-১৫ কর্তৃক দুইজন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকুতরা হল, টেকনাফ পৌরসভার , ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ সাদেকুর রহমানের আবদুল্লাহ আল মামুন(৩০) এবং , মুছা আলমের ছেলে শফিকুল আলম(২৫) ।
র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্্যমে এই তথ্য জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছেন, র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের খানকার ডেইল এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুমান ১০.৪৫ ঘটিকায় র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের মধ্যে দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের অপর সহযোগী দ্রুত পালিয়ে যায়। এসময়ে ধৃত আসামীদ্বয়কে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারে নাই। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন কৌশলে অবৈধ পথে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং অভিনব নিত্য নতুন পন্থায় নিজেদের হেফাজতে বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মজুদ করতো। পরবর্তী পরষ্পর পরস্পরের সহায়তায় খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। । উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।