মিয়ানমারে পাচার হচ্ছে জ্বালানি, নির্মাণসামগ্রী ও ভোগ্যপণ্য

অপরাধ অর্থনীতি আইন ও আদালত আন্তর্জাতিক কক্সবাজার গণমাধ্যম জাতীয় ব্যবসা ও বাণিজ্য সারাদেশ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি : রাকিব হাসান

টেকনাফ সদর ইউনিয়নের কেরনতরী খাল থেকে গত ১০নভেম্বর দু’টি ট্রলার বালি, সিমেন্ট ও বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে সেন্টমার্টিনে যাওয়ার কথা বলে মায়ানমারে পাচার করে ফেরার পথে বালির চরে আটকা পড়ে।

গত সোমবার (১৮ নভেম্বর) রাতে সেন্টমার্টিন জেটি ঘাটে ট্রলার দু’টি ফিরে আসে।

বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন বোট মালিক সমিটির লাইনম্যান করিম উল্লাহ বলেন, “মালামাল নিয়ে মায়ানমারে আটকে থাকা এসবি ফারুক ও এসবি রাসেল নামে দু’টি ট্রলার ১৮ নভেম্বর রাতে সেন্টমার্টিন জেটি ঘাটে পৌঁছেছে।বর্তমানে ট্রলার দু’টি সেন্টমার্টিন জেটিঘাটে রয়েছে।”

ট্রলার দু’টির মালিক হলেন- সেন্টমার্টিন বোট মালিক সমিটির সভাপতি আব্দুর রশিদ ও সেন্টমার্টিন দ্বীপের সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ এর পুত্র ফারুক।

নাম প্রকাশে অনিচ্ছুক, সেন্টমার্টিনের স্থানীয় এক বাসিন্দা জানান, “এসবি ফারুক এর মালিকাধীন ট্রলারের মালিক ফারুক কোস্টগার্ড, বিজিবির চোখ ফাঁকি দিয়ে সেন্টমার্টিনে অকটেন, চাউল, রট, সিমেন্ট, সরিষার তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে যাওয়ার কথা বলে মিয়ানমারে পাচার করে।”

সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান- মিয়ানমারে আটকে থাকা এসবি ফারুক ও এসবি রাসেল নামের দু’টি ট্রলার সেন্টমার্টিন জেটিঘাটে দেখা যাচ্ছে। ঘটনার সময় আমি সেন্টমার্টিনে অবস্থান না করার কারণে বিস্তারিত বলতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে এসবি রাসেল ট্রলারের মালিক আব্দুর রশিদ বলেন- আমি দূরে আছি, আগামীকাল সেন্টমার্টিনে যাবো। এ সময় ট্রলার ফেরত এসেছে কিনা জানতে চাইলে তিনি জানেন না বলে ফোন কেটে দেন।

এসবি ফারুক ট্রলারের মালিক ফারুক এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *