পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজীপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত- ৫

উপজেলা কক্সবাজার জীবনযাপন পর্যটন ভ্রমণ

নিজস্ব সংবাদদাতা :

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় মাসের এক শিশু এবং তার বাবা-মাসহ পাঁচ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ জন চট্টগ্রামমুখী অটোরিকশার যাত্রী ছিলেন। এদের মধ্যে নিহত অটোরিকশা চালক মনিরুল মান্নান টৈটং ধনিয়াকাটা এলাকার ছৈয়দ আলমের ছেলে। আর নিহত দম্পতি ফিরোজ ও তার স্ত্রী শারমিন চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। তাদের ছয় মাস বয়সী শিশুও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তার নাম জাহেদ। নিহত অপর যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজীবাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *