কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরামের কমিটি গঠিত

আইন ও আদালত কক্সবাজার ক্যাম্পাস গণমাধ্যম পরিবেশ প্রধান খবর ভ্রমণ রাজনীতি

কক্সবাজার আইন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরামের আত্মপ্রকাশ হয়েছে। রবিবার সন্ধ্যায় কলেজ হলরুমে একুশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন কমিটির প্রধান উপদেষ্টা এবং আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট মো. সিরাজ উল্লাহ। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শেষ বর্ষের শিক্ষার্থী ফাহিমুর রহমান। সহ সভাপতি যথাক্রমে তৌফিকুল ইসলাম লিপু এবং সাজিয়া আফরিন চৌধুরী তারজিন।

সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. নুরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মুহাম্মদ আবু হুরায়রা ও সালমা নূর। সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক নেওয়াজ মোর্শেদ রাশেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহেছানুল করিম, অর্থ সম্পাদক শাহ আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, আইন বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রশিদ, নির্বাহী সদস্য যথাক্রমে, শামসুল আলম, বিকাশ কান্তি রুদ্র, মোবারক হোসাইন, মো. মুবিনুল ইসলাম, ফারুক আযম,মোঃ রায়হান উদ্দিন এহসান, মো. মোরশেদ আলম, কফিল উদ্দিন।

কমিটি গঠনকল্পে কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরামের প্রধান উপদেষ্টা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এডভোকেট মো. সিরাজ উল্লাহ বলেন, একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে নব নির্বাচিত কমিটির সকল পদধারী শিক্ষার্থীরা আগামীতে শিক্ষার্থীদের কল্যানে এবং কলেজের উন্নয়নে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *