কুতুবদিয়ায় তেলসহ পানামার পতাকাবাহী জাহাজ আটক

অপরাধ অর্থনীতি আন্তর্জাতিক উপজেলা কক্সবাজার ক্যাম্পাস গণমাধ্যম জাতীয় জীবনযাপন তথ্যপ্রযুক্তি ধর্ম পর্যটন প্রধান খবর বাংলাদেশ বিশেষ প্রতিবেদন ব্যবসা ও বাণিজ্য সারাদেশ
ছবি : ডিএনএন

কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়ায় বহিনোঙ্গরে চোরাই তেলসহ পানামার পতাকাবাহী বিদেশি জাহাজ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে জ্বালানী তেল সংগ্রহের সময় ‘ওটি ইউনিয়ন’ নামের পানামা পতাকাবাহী একটি বিদেশী বানিজ্যিক জাহাজকে আটক করে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুতুবদিয়া বহির্নোঙ্গরে বাংলাদেশ কোস্ট গার্ডের টহলকারী জাহাজ “অপূর্ব বাংলা” নজরে একটি সন্দেহজনক বাংলাদেশী ওয়েল ট‌্যাংকার ‘ওটি ইউনিয়ন’, পানামা পতাকাবাহী একটি বিদেশী বানিজ্যিক “MT DOLPHIN-19” নামের জাহাজ হতে জ্বালানী তেল আদান প্রদান করছে। পরবর্তীতে, কোস্ট গার্ড টহল দল জ্বালানী তেল গ্রহীতা বিদেশি জাহাজ এবং জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকার এ অবস্থানরত কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে।

একপার্যায়ে জাহাজদ্বয়ের বহির্নোঙ্গরে নোঙ্গর করা ও জ্বালানী তৈল সংগ্রহ কিংবা প্রদানের কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। উক্ত বিদেশী জাহাজটির মোংলা বন্দরে গমনের কথা থাকলেও জাহাজটি ওইদিন সকাল ৭ টায় কুতুবদিয়া বহিঃনোঙরে নোঙ্গর করে। অতঃপর, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস্ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশী জাহাজটি অবৈধ ভাবে উক্ত দিন সকাল ৭টা হতে দুপুর ০২ টা পর্যন্ত বর্ণিত ওয়েল ট্যাংকার থেকে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে। যার ফলশ্রুতিতে, বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হয়। কোস্ট গার্ড বিদেশী জাহাজটিকে আটক করে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে নিয়ে যায়।

কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকারটি বর্তমানে ০৯ জন ক্রুসহ কোস্ট গার্ড’র তত্ত্বাবধানে রয়েছে। এ প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে জাহাজদ্বয়ের আর্থিক জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *