কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ইমামের বাড়ি ভষ্মিভূত

অর্থনীতি উপজেলা কক্সবাজার জীবনযাপন ধর্ম ব্যবসা ও বাণিজ্য স্বাস্থ্য ও পুষ্টি
ছবি : ডিএনএন

কুতুবদিয়া প্রতিনিধি : কক্সবাজার জেলার কুতুবদিয়ায় এক ইমামের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ইমাম সাহেবের স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

রোববার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী বায়তুশ শরফ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন এর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইফতারের সময় বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িটিতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়লেও আগুনে পুড়ে যায় সবকিছু। তাদের চিৎকারে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা না গেলেও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী হারিয়েছে এমনটি জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *