পেকুয়ায় গুলি করে ওসির বাড়ি থেকে গরু লুট

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার কৃষি জীবনযাপন

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ওসির গ্রামের বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে একদল ডাকাত।

রোববার (২ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওইদিন গভীর রাতে মাষ্টার আহমদ কবিরের বাড়িতে হানা দেয় ডাকাতেরা। বাড়ির কাছে সড়কে দাঁড়িয়ে ছিল একটি পিকআপ। গরুর খামার থেকে তিনটি গরু পিকআপে তুলে নিয়ে যায় ডাকাতরা। এসময় তারা দুই রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।

ওসি জাহেদুল কবিরের ছোট ভাই মনিরুল কবির রাশেদ বলেন, “বাড়িতে গরুর খামার রয়েছে এবং আমি খামারের দেখাশুনা করি। রাতে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত সোয়া ১টার দিকে পাশের বাড়ির এক ব্যক্তি ফোন করে জানায়, খামার থেকে গরু নিয়ে যাচ্ছে ডাকাতেরা। আমি বের হয়ে দেখি সড়কে একটি পিকআপ দাঁড়িয়ে এবং সেখানে গরু তুলে নেওয়া হচ্ছে। ডাকাত ডাকাত বলে এগিয়ে গেলে তারা আমাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। তিনটি গরু গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলতে না পারায় একটি গরু ফেলে যায়। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।”

তিনি আরও বলেন, “গুলির শব্দ শুনে পুলিশকে খবর দেওয়া হয় এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে। গুলি বর্ষণের কারণে ডাকাতেরা কোনো বাধা ছাড়াই ডাকাতি সম্পন্ন করে।”

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, “ঘটনা জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *