সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে দুই জামায়াত কর্মীকে হত্যা

অপরাধ আইন ও আদালত গণমাধ্যম চট্টগ্রাম বিভাগ জাতীয় জীবনযাপন পরিবেশ প্রধান খবর বাংলাদেশ রাজনীতি
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে দুই জামায়াত কর্মীকে গুলি ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩ মার্চ) রাত দশটায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঞ্চনা ইউনিয়নের নেজাম উদ্দিন (৪৫) ও আবু ছালেক (৪৪)। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। একই ঘটনায় গুলিতে আরো পাঁচজন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম মানিককে দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান, নজরুল ইসলাম মানিক এলাকায় অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে জামায়াত কর্মীরা ওই এলাকায় যায়। এ সময় নজরুল ইসলাম মানিকের লোকজন মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিয়ে এলাকার লোকজনকে উত্তেজিত করে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে জামায়াত কর্মী নেজাম উদ্দিন ও আবু ছালেককে ব্যাপক মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুলিতে কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

সূত্র : দৈনিক আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *