আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও হতদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি-২০২৫

অর্থনীতি উপজেলা কক্সবাজার গণমাধ্যম জীবনযাপন ধর্ম শিক্ষা ও সংস্কৃতি
ছবি : আস্থা ফাউন্ডেশন

“ঈদের খুশি হোক সবার জন্য!” এ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এ-বছরও কক্সবাজার জেলায় ‘আস্থা ফাউন্ডেশন’ এর উদ্যোগে এতিম ও হতদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি-২০২৫ হাতে নিয়েছে।

আমরা সকলে জানি, ঈদ মানে নতুন পোশাক, হাসিমুখ, খুশির বাঁধভাঙা উচ্ছ্বাস! কিন্তু আমাদের চারপাশেই রয়েছে এমন শত শত শিশু, যাদের কাছে ঈদ মানেই শুধুই আরেকটি সাধারণ দিন। নতুন জামার স্বপ্ন দেখে তারা, কিন্তু সেই স্বপ্ন পূরণের কেউ নেই!

আস্থা ফাউন্ডেশন বিগত বছরগুলোতে ‘এতিম ও হতদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি’ এর অধীনে ৪৫০+ সুবিধাবঞ্চিত শিশু, এতিম ও কুরআনে হাফেজ শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে। আর এবার তাদের লক্ষ্য কমপক্ষে ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দেওয়া। তারা চাই, এবার ঈদের সকালটা যেন সবার জন্য সত্যিকারের আনন্দময় হয়ে ওঠে।

আপনার একটি ছোট্ট সহায়তা এনে দিতে পারে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীর বিশাল এক হাসি! আস্থা ফাউন্ডেশনের হাতে আপনিও উদারমনে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা/অনুদান তুলে দিয়ে একটি এতিম শিশুর জন্য নতুন জামা ও ঈদ উপহার নিশ্চিত করতে পারেন।

সমাজের বিত্তবানদের নিকট অনুরোধ থাকবে, আসুন আস্থা ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগে সামিল হই।

আস্থা ফাউন্ডেশনে যেভাবে অনুদান পাঠাবেন :

• বিকাশ + নগদ (পার্সনাল) : 01609461314

• ব্যাংক : Dutch Bangla Bank

• একাউন্ট নাম : Nazmul Hasan

• একাউন্ট নম্বর : 1451580028098

আপনার সাহায্য হয়তো কারো কাছে তার জীবনের সবচেয়ে সুন্দর ঈদের স্মৃতি হয়ে থাকবে! তাই আসুন, ভালোবাসার হাত বাড়িয়ে দেই, তাদের স্বপ্নগুলো পূরণ করি।

যোগাযোগ :

📞 01706360407

📧 foundation.asta@gmail.com

🌐 www.astafoundation.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *