কুতুব‌দিয়ায় অপা‌রেশন ডে‌ভিল হান্টে আ’লীগ নেতা আটক

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার
ছবি : মো. ফোরকান

কুতুব‌দিয়ায় অপা‌রেশন ডে‌ভিল হান্টে আওয়ামী লীগ নেতা মো. ফোরকান আটক হ‌য়ে‌ছেন। বুধবার (৫ মার্চ) রাত ১০:০৫ ঘটিকার দি‌কে কুতুবদিয়া উপজেলার দরবার রাস্তার মাথা এলাকা থে‌কে তাকে আটক করা হয় ব‌লে থানা সূত্র জানায়।

থানার ও‌সি মো. আরমান হো‌সেন জানান, বুধবার রাত ১০:০৫ টার দিকে অপা‌রেশন ডে‌ভিলরহা‌ন্টের অ‌ভিযা‌নে দক্ষিণ ধুরং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান (৫০)কে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দরবার রাস্তার মাথা থে‌কে আটক করা হয়। তিনি মশরফ আলীর বালির পাড়ার মুস্তাক আহমদের পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *