কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে আটক হলো কুখ্যাত ডাকাত আবুল খায়ের। এসময় তার নারী সহযোগী কোহিনূরকেও আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তারা আটক হয়। এ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশগ্রহণ করে।
অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌ-সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্যমতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুনা নামক এলাকার এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক কারবারীকে আটক করা হয়। পরবর্তীতে মাদক ও অস্ত্রসহ আকটকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
থানা সূত্র জানায়, আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।