কক্সবাজারে HCRF-এর উদ্যোগে যাকাতের অর্থে পথশিশুর পুনর্বাসন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অর্থনীতি কক্সবাজার ধর্ম বিশেষ প্রতিবেদন
ছবি : ডিএনএন

আজ (১২ মার্চ) নব প্রতিষ্ঠিত Homeless Children Rehabilitation Foundation-HCRF-এর উদ্যোগে যাকাতের অর্থে পথশিশুর পুনর্বাসন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সেমিনার কক্সবাজার শহরের কলাতলীস্থ স্যান্ডি বীচ রেস্তোরাঁ এন্ড রিসোর্টে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর মুহাম্মদ বদিউল আলম এর সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুস সালাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মুহাম্মদ জায়েদ, কক্সবাজার সহকারি কলেজের লেকচারার মুহাম্মদ জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম নোমান ও মহিউদ্দিন চৌধুরী মহি।

ইফতার মাহফিলের পূর্বে দুআ ও মুনাজাত পরিচালনা করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মাওলানা নাঈম উদ্দিন মাহমুদ।

সভায় পথশিশুর পুনর্বাসনের লক্ষ্যে HCRF-এর ফান্ডে যাকাত প্রদানে বিত্তশালী যাকাতের ছাহিবে নিসাবগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন HCRF-এর সেক্রেটারি এমফিল গবেষক মুহাম্মদ ইউনুছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *