কক্সবাজারে দুই ছিনতাইকারী গ্রেফতার

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার
প্রতীকী ছবি

কক্সবাজার শহরের লাইট হাউজপাড়া এলাকা থেকে ৮০টিরও বেশি ছিনতাইয়ে জড়িত একাধিক মামলার আসামি মো. মুরাদ ও তার সহযোগী মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক আ.ম. ফারুক বিষয় টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে লাইটহাউজ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই দলের সক্রিয় সদস্য বাহারছড়া ছিদ্দিক খলিফার ছেলে মুহাম্মদ মুরাদ (২৮) ও পশ্চিম বাহারছড়ার সাহেল আহমেদের ছেলে মেহেদী হাসান রাজকে (২২) গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ছিনতাই চক্রের সাথে জড়িত বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ছিনতাই চক্রের সদস্য মুরাদ কক্সবাজারে ৮০টিরও অধিক ছিনতাইয়ে সরাসরি জড়িত ছিল।

তিনি আরও জানান, দস্যুতা মামলাসহ তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *