পেকুয়ায় সাপের কামড়ে মৃত্যু: ওঝার কাছে যাওয়ায় দেরি হয় হাসপাতালে নিতে

স্বাস্থ্য ও পুষ্টি
ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নে বিষাক্ত সাপড়ের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ করা মোহাম্মদ রুবেল (৩৩) ব্যাটারীচালিত অটোরিকশা চালক। সে ইউনিয়নের কইড়া পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।

রুবেলের স্ত্রী শাহজান বেগম জানান, রোববার দিবাগত রাত একটার দিকে নিজ বসতঘরের উঠানেই বিষাক্ত সাপ কামড় দেয় তার স্বামীকে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, রাত আড়াইটার দিকে সাপেকাটা একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা খুব খারাপ ছিলো।

মুজিবুর রহমান বলেন, “তাৎক্ষনিক হাসপাতালে না এনে রোগীকে ওঝা বৈদ্যের কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করে ফেলেছে তারা। তাই দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়৷”

রুবেলের স্ত্রী শাহজাহান বেগম বলেন, রাতে রুবেলের মোবাইলে কল আসে। বাচ্চাদের ঘুমের অসুবিধা হবে ভেবে সে ঘরের বাইরে উঠানে গিয়ে কথা বলছিলেন। বিদেশ যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলো। কথা শেষ করে ঘরে ঢুকার সময় দরজার পাশে সাপে পায়ে কামড় দেয়।

“আমরা তাকে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়”।

স্থানীয়রা জানান, দুবছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন রুবেল। তিন সন্তানের জনক রুবেল বর্তমানে অটোরিকশা চালিয়ে সংসার চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *