কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “চরিত্রই মুমিনের আসল হাতিয়ার। যে জাতি চরিত্র ও নৈতিকতায় সমৃদ্ধ সেই জাতি তত বেশি সুসংহত ও শক্তিশালী। সমাজ ও রাষ্ট্রসহ সর্বত্র আজ চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষের বড়ই সংকট। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে জামায়াতে ইসলামী একঝাঁক চরিত্রবান ও নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার কাজ চালিয়ে যাচ্ছে। মাহে রামাদান আমাদের জন্য এক মোক্ষম সুযোগ। মানুষের মনে খোদাভীতি না থাকলে অনৈতিকতার জোয়ারে ভাসিয়ে যায়।” তিনি মাহে রমাদানে সকলকে আত্নগঠন, খোদাভীতি অর্জন ও নৈতিক চরিত্র পুনঃ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ ইবরাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, স্থানীয় জামায়াত নেতা মুহাম্মদ ইসলাম। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাস্টার শাহ আলম।
জালিয়া পালং ইউনিয়ন ২ নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে আল কুরআনের আলোকে সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। কুরআনের আলোকে প্রতিষ্ঠিত সমাজই দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্য মুক্ত হিসেবে পরীক্ষিত। তিনি সকল কে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।
ওয়ার্ড সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জালিয়া পালং ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমদ মাদানী। বক্তব্য রাখেন মাওলানা ছৈয়দ হোছাইন মামুন, মাওলানা হারুন রশীদ, সাঈদ আহমদ, এম ইউ পি মাওলানা জালাল আহমদ ও আজিজুল হক।