পেকুয়া উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান যথাক্রমে—‘পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ি মাদ্রাসা’, ‘উসমানিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা টইটং’, ‘খাতুনে জান্নাত ফারুকীয়া হেফজখানা ও এতিমখানা শিলখালী’ ও ‘শাহ রশিদিয়া হেফজখানা ও এতিমখানা মগনামা’-তে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
রবিবার (২৩ মার্চ) বিকাল ৩টার সময় ফাউন্ডেশনের সভাপতি ফখরে আজম ছিদ্দিকীর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সাধারণ সদস্য আলী ওসমান শেফায়েত, সহযোগী সদস্য এরশাদ চৌধুরী আদর, জিসান মনির আকাশ প্রমুখ।
উল্লেখ্য, ‘আস্থা বাংলাদেশ’ কক্সবাজার জেলার বহুল পরিচিত একটি মানবিক সংগঠন। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো’ই সংগঠনটির মূল লক্ষ্য।