টেকনাফে আস্থা ফাউন্ডেশন’র উদ্যোগে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ।
মঙ্গলবার (২৫ শে মার্চ) বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী দারুল উলুম কামিল মাদরাসায় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও হতদরিদ্র ২১ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গিখালী মাদ্রাসার প্রভাষক শাহীন সরওয়ার, রঙ্গীখালী ইসলামিক সেন্টার এতিমখানার পরিচালক জাফর আলম ও আস্থা ফাউন্ডেশনের সভাপতি ফখরে আজম সিদ্দিকীসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ আস্থা ফাউন্ডেশনের এমন সুন্দর উদ্যোগের ভূয়সী প্রশংসা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।