কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা ও ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা মুড়াপাড়া (লাল মিয়ার দোকান) এলাকার নুরু সওদাগরের ছেলে আবুল বশর লালাইয়া (২৮), মোস্তাক আহমদের ছেলে আহমদ হোসাইন (৩৫) ও আনোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল (৩৫)। তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, লালু ডাকাত ও আহমদ ডাকাতের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা থাকলেও এলাকায় নিরাপদে ঘুরে বেড়াতেন। স্থানীয়রা তাদের ভয়ে আতঙ্কে থাকত। সবশেষ পুলিশের হাতে ধরা পড়ায় স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, আবুল বাশার প্রকাশ লালু ডাকাত ও আহমদ ছিলো আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের নেতৃত্বে মহাসড়ক ও গ্রামগঞ্জের বাসাবাড়িতে ডাকাতি করেন আহমদ হোসেনসহ একটি ডাকাত সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রাতে হারবাং এলাকায় ডাকাতি হয়। ২৪ ঘণ্টা না যেতেই ডেভিল হান্ট অপারেশনে তিন ডাকাতকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।