কক্সবাজারে আস্থা ফাউন্ডেশন’র উদ্যোগে ফাউন্ডেশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল’২৫ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ মার্চ) শহরের কলাতলীস্থ হোটেল ইউনি রিসোর্টে বিকাল ৪:৩০ মিনিটের সময় ফাউন্ডেশনের সভাপতি ফখরে আজম ছিদ্দিকীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিএইচআরডিএফ’র প্রতিষ্ঠাতা মহিউদ্দীন মহি, এনজিও প্লাটফর্মের সভাপতি কলিম উল্লাহ, ইউনিি রিসোর্টের এমডি সরোয়ার কামাল, ইয়াসিদের নির্বাহী পরিচালক কাইছার হামিদ, নুর আযাদ চয়ন ও ফাউন্ডেশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা মাহে রমজানের গুরুত্ব, শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি আস্থা ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ভুয়সী প্রশংসা করেন।