টেকনাফের হোয়াইক্যং ‎খারাংখালীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাসুরের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রী খুন

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার স্বাস্থ্য
প্রতীকী ছবি

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ‎খারাংখালী এলাকায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় মাদকাসক্ত ভাসুরের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রী খুন হয়েছে।

আজ বুধবার (‎২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার নাগু মিয়ার পুত্র মাদকাসক্ত ইব্রাহিম প্রকাশ লুতিয়া মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিল। এমতাবস্থায় ছোট ভাই ইসমাঈলের স্ত্রী জান্নাত আরা উঠানে কাপড় শুকাতে দিতে গিয়ে এসব দেখে ঈদের সময় মেহমান আসবে তাই এসব না করার জন্য বলে। মাদক সেবনের কারণে আগে থেকে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়া লুতিয়ার স্ত্রীকে জান্নাত আরাসহ সবাই মিলে অন্য কোথাও নিয়ে ভাড়া দিয়েছে বলে গালি-গালাজ করে। এক পর্যায়ে লুতিয়া ক্ষুদ্ধ হয়ে ঘরে ঢুকে হাতে থাকা দা ছুরি নিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধু জান্নাত আরা মৃত্যুবরণ করেন। এসময় নিহতের স্বামী ইসমাঈল কক্সবাজার ছিল। তবে ঘাতক ভাসুর পলাতক রয়েছে।

‎বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবহিত করা হলে আইসি মোজাহেরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নিহত গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টের জন্য নিয়ে যায় বলে ইউপি মেম্বার মোহাম্মদ আলম নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *