আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

অপরাধ আইন ও আদালত আন্তর্জাতিক প্রধান খবর রাজনীতি
ব্যারিস্টার তুরিন আফরোজ | ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রাত ১২টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উত্তর-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজকে হেফাজতে নিয়েছি। আমরা এখনো তার বাসায় আছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার পরিকল্পনার অভিযোগে মামলা আছে। দেশের অন্যান্য জায়গায়ও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *