চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

উপজেলা কক্সবাজার কৃষি পরিবেশ

 

ফাইল ছবি

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহারঘোনার কুমারী ব্রিজ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে বন বিভাগ ও স্থানীয়রা।

মৃত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন (৭০)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন সংরক্ষিত বনের ভেতর কুমারীছড়ায় মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে। পরে রাত সোয়া ১০টার দিকে স্থানীয় কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী কুমারী ব্রিজের অদূরে তাঁর লাশ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।

বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বন্য হাতির আক্রমণে বৃদ্ধ মোহাম্মদ হোসেন মারা গেছেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই স্থানের আশপাশে হাতির করিডর রয়েছে। বন বিভাগ কয়েক মাস ধরে হাতি চলাচলের পথ ও আবাসস্থল এড়িয়ে চলাচলের জন্য মাইকিং ও সভা-সমাবেশ করে আসছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ হোসেন মারা গেছেন। তাঁর মাথা থেঁতলে গেছে, পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে। থানার উপপরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানা অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *