কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া এলাকার সোনাইছড়ি খালের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু স্থানীয় ইলিশিয়াপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) ও রমজান আলীর ছেলে ইয়াছিন (৬) বলে জানা যায়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানান, পরিবারের সকলের অগোচরে দুই শিশু খেলার ছলে নদীর পানিতে ডুবে যায়। এসময় তাদেরকে দীর্ঘ সময় খুঁজাখুঁজির পর লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু আপন চাচাত জেঠাত ভাই বলে পরিবার সুত্রে জানাগেছে ।
এদিকে একইদিনের একই সময়ে নদীর পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।