২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশে আসছেন চীনা বাণিজ্য মন্ত্রী, অর্থনীতির নতুন দিগন্ত

অর্থনীতি আন্তর্জাতিক প্রধান খবর বাংলাদেশ ব্যবসা ও বাণিজ্য
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী | ফইল ছবি

আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী। অপরদিকে, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড গ্রুপ বাংলাদেশের মাতারবাড়ির কাছে ফ্রি ট্রেড জোন করতে আগ্রহী— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে সার্বিক কার্যক্রমের সারসংক্ষেপ অবহিত করতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আশিক চৌধুরী বলেন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য বাইরের বিনিয়োগকারী আনার পরিকল্পনা করছে সরকার। যারা শুধু কারিগরি সহযোগিতা নয়, পুরোপুরি উৎপাদন করবে। এজন্য তাদের আলাদা মিলিটারি ইকোনমিক জোন দেয়া যেতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, এরইমধ্যে চীনের হানডা কোম্পানির সাথে দেড়শো কোটি ডলার বিনিয়োগের সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি হয়েছে আইএলও’র সাথেও।

উল্লেখ্য, বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি পৃথক প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশ নেয় ত্রিশটি প্রতিষ্ঠান। বস্ত্র, শিক্ষা ও কৃষি উপকরণ, খাদ্যদ্রব্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন খাতে অভিনব সব পণ্য নিয়ে স্টল সাজায় উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *