ছাত্রশিবিরকে জড়িয়ে বিভ্রান্তিকর ভিডিও প্রচারের প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার জেলা ছাত্রশিবির

ক্যাম্পাস গণমাধ্যম
কক্সবাজার জেলা ছাত্রশিবিরের প্রতিবাদ | ফাইল ছবি

DBC News কর্তৃক ছাত্রশিবিরকে জড়িয়ে বিভ্রান্তিকর, একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও প্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা শাখা।

আজ বুধবার (৯ এপ্রিল) কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী এবং সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা এক যৌথ প্রতিবাদবার্তায় এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “কক্সবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির ও ছাত্রলীগের হামলার অভিযোগ!”—এই শিরোনামে DBC News-এ প্রকাশিত একটি ভিডিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত ভিডিওতে ছাত্রদল কর্মীকে বলতে শুনা যায় তাদের উপর শিবির এবং ছাত্রলীগ হামলা করেছে! যা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগাণ্ডা ছাড়া আর কিছুই নয়।

আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গতকাল চকরিয়া কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজের ছাত্র-শিক্ষকগণ অবস্থান নিলে অবস্থানকারীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায় ছাত্রদল নেতা-কর্মীরা –এমনটাই অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। যা স্থানীয় বিভিন্ন অনলাইন পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে।

বিভ্রান্তিকর বিষয় হচ্ছে, DBC News কর্তৃক প্রকাশিত ভিডিওতে ছাত্রদল কর্মীদের বক্তব্য নেওয়া হলেও কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য নেওয়া হয়নি।

যদিও DBC News-এর জেলা প্রতিনিধি জনাব সঙ্কর বড়ুয়া রুমি জেলা ছাত্রশিবির সভাপতির কাছে ফোনে উক্ত ঘটনার সাথে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা আছে কি না প্রশ্ন করলে উত্তরে জানানো হয় এ ঘটনার সাথে ছাত্রশিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।

দুঃখজনক হলেও সত্য ছাত্রশিবির দায়িত্বশীলের উক্ত বক্তব্যও ডিবিসি নিউজ কর্তৃপক্ষ প্রচার করেনি।

তারা আরো বলেন, “আমরা মনে করি DBC News এই বিভ্রান্তিকর, একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওটি পূর্বপরিকল্পিতভাবে ছাত্রশিবিরের গঠনমূলক কর্মকাণ্ড এবং ইতিবাচক ইমেজকে প্রশ্নবিদ্ধ করার হীন উদ্দেশ্যে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে প্রচার করেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়াও আমরা স্পষ্টভাবে বলতে চাই, উক্ত ঘটনার সাথে ছাত্রশিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা ডিবিসি নিউজ কর্তৃপক্ষকে সাংবাদিকতার পেশাগত শিষ্টাচার মেনে অবিলম্বে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার, দুঃখ প্রকাশ এবং সংশোধনী প্রকাশের আহ্বান জানাই। অন্যথায় আমরা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *