কুতুবদিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, প্রথম দিনেই অনুপস্থিত ২২

উপজেলা কক্সবাজার ক্যাম্পাস শিক্ষা ও সংস্কৃতি
ফাইল ছবি

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্র সমূহে দায়িত্বরত কর্মকর্তা, পরীক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের পক্ষে বিরূপ কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। 

উপজেলায় এসএসসি পর্যায়ের ১০টি বিদ্যালয়ের জন্য ৩টি কেন্দ্র—কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান কেন্দ্র, কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ ও ধূরুং হাইস্কুল এন্ড কলেজ উপকেন্দ্র মিলে মোট পরীক্ষার্থী ছিল ১২১৬ জন। তন্মধ্যে অনুপস্থিত ছিল ১৬ জন।

দাখিল পর্যায়ের ৯টি মাদরাসার জন্য ১টি কেন্দ্র বড়ঘোপ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৪৯ জন। তন্মধ্যে অনুপস্থিত ছিল ৬ জন।

ভোকেশনাল পর্যায়ের একমাত্র আল-ফারুক আদর্শ দাখিল মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল মাত্র ২২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *