আযম রোড সংস্কার করার দৃশ্য | ছবি : ডিএনএন
কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ার প্রধান সড়ক আযম রোড সংস্কার কাজে চলছে অনিয়ম ও দুর্নীতি। রোডের উপজেলা সদর ১০ কি:মি: অংশের খানাখন্দক ও সাইডের ভাঙন সমূহ পাথর দিয়ে ভরাটসহ ১২ মি:লি: ভিটুমিন দিয়ে ওভার লেপিং করার নিয়ম থাকলেও ব্যবহার করা হচ্ছে ইটের খোয়া। এ ছাড়া ওভারলেপিংয়েও চলছে পুকুর চুরি।
স্থানীয় সচেতন মহলের অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গেলে সড়ক ও জনপথ বিভাগের কোন দায়িত্বশীল লোকের দেখা মিলেনি।
প্রধান সড়কের সংস্কার কাজে এহেন দুর্নীতির চিত্র দেখে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। অতীতেও এ সড়কের নির্মাণ-সংস্কার কাজে মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশস্থ করেছেন সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজার জেলা নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী।