রশিদ হত্যার বিচার দাবিতে মহেশখালীতে এলাকাবাসীর মানববন্ধন

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার মতামত রাজনীতি
রশিদ হত্যার বিচার দাবিতে মহেশখালীতে এলাকাবাসীর মানববন্ধন | ছবি : সংগৃহীত

 

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় বিএনপি নেতা রশিদ আহমেদ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উত্তর নলবিলার এলাকাবাসী।

আজ বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার কালারমারছড়ার উত্তর নলবিলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতা সমবেত হয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানায়।

মানববন্ধনে নিহত রশিদ আহমদের স্ত্রী খুরশিদা বেগম কান্নারত অবস্থায় অভিযোগ করে বলেন, তার স্বামীর মূল হত্যাকারীদের এখনো প্রশাসন আটক করতে পারেনি। তিনি তার সন্তান ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত রশিদের সন্তান শাওন ও ইমা তাদের বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানায়।

এ সময় শত শত নারী-পুরুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং প্রধান সড়ক অবরোধ করে রাখে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি প্রশাসন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে তারা পুনরায় মহেশখালীর প্রধান সড়ক অবরোধ করে বৃহত্তর মানববন্ধন কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন : রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন

উল্লেখ্য, গত সোমবার (১৪ এপ্রিল) কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য রশিদ আহমেদ স্থানীয় ছাত্রলীগ নেতা ও তার ভাইয়ের লাঠির আঘাতে নিহত হন। জানা যায়, রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত কামরুল হাসানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এই ঘটনার পরদিন (মঙ্গলবার) নিহতের পরিবার বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *