রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার দুই যুবক সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিরছড়া গ্যারেজ থলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের হামিরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের ছেলে সিফাত।
প্রাথমিক তথ্যানুসারে, তাবুক শহরে একটি প্রাইভেটকারে গ্যাস লিকেজ থেকে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় শাকিল ও সিফাত ছাড়াও আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক মাসুম এই দুই যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের মরদেহ কোথায় দাফন করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমানো যুবক শাকিল ও সিফাতের আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে চলছে কান্নার রোল। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।