সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

আন্তর্জাতিক প্রধান খবর বাংলাদেশ
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫:

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে রাষ্ট্রটির সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার জোরালো আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো ধরনের অপচেষ্টাকে আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করি।”

শফিকুল আলম আরও উল্লেখ করেন যে, “বাংলাদেশ সরকার ভারতের মুর্শিদাবাদে মুসলিমদের ওপর সংঘটিত হামলা এবং তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা হানির তীব্র নিন্দা জানাচ্ছে।”

তিনি বলেন, “আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, গত সপ্তাহে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন সংক্রান্ত প্রতিবাদ বিক্ষোভ চলাকালে অপ্রত্যাশিত সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো মহল থেকে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যার তীব্র প্রতিক্রিয়া জানালো ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *