কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬জন গ্রেফতার

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার
কুতুবদিয়ায় গ্রেফতারকৃত ৬ আসামি | ছবি : সংগৃহীত

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় গত দু’দিনে পুলিশের বিশেষ অভিযানে মোট ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। কুতুবদিয়া থানা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, অভিযানের প্রথম দিন ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় কৈয়ারবিল ইউনিয়নের রোসাই পাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর-১৩১/২৪ মামলার পলাতক আসামি শফিউল আলমের ছেলে ইকবাল হোছাইনকে আটক করা হয়। একই রাতে উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যার পাড়া এলাকা থেকে সিআর-৩৬/২৫ মামলার আরেক পলাতক আসামি, মৃত মোজাহের মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল পুলিশের হাতে ধরা পড়েন।

পরের দিন, ১৮ এপ্রিল (শুক্রবার), পুলিশ আরও চারজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। কৈয়ারবিল ইউনিয়নের মফজল মিয়া পাড়া এলাকা থেকে সিআর-৪১/২৪ মামলার পলাতক আসামি মৃত আবদুল মালেকের ছেলে আবদুল্লাহ আল মামুনকে আটক করা হয়। একই দিনে আলী আকবর ডেইল ইউনিয়নের পুতুন্যার পাড়া ও কিরণ পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে জিআর-১৩১/২৪ মামলার আরও তিন পলাতক আসামি – ছকির ছেলে মো. নেছার, আনোয়ারের ছেলে জাকির আলম এবং জকির আলমের ছেলে মো. তোশেদ ওরফে তুষারকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত এই ছয় আসামির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুতুবদিয়া থানা পুলিশের এই বিশেষ অভিযান এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *