কক্সবাজার সদর প্রতিনিধি, ১৮ এপ্রিল ২০২৫:
কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মো. ওয়াসিম (২৬) ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য এবং ছিনতাই ও মাদকসহ চারটিরও বেশি মামলার আসামি বলে জানা গেছে।
গ্রেফতারকৃত ওয়াসিমের পিতার নাম জাফর আহমেদ এবং মাতার নাম দিলদার বেগম। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার সদর পৌরসভার ১২ নং ওয়ার্ডের কলাতলীর লাইট হাউজ পাড়া।
অভিযানকালে ওয়াসিমের কাছ থেকে ১টি স্মার্ট ফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, এই ছিনতাইকারী দীর্ঘদিন ধরে ছিনতাই চক্রের সাথে জড়িত ছিল এবং তার সক্রিয়তার কারণে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল।
গ্রেফতারের পর ছিনতাইকারী ওয়াসিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার হওয়ায় স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন।