টেকনাফের হ্নীলা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা কক্সবাজার
প্রতীকী ছবি

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়ন পরিষদের ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) আনুমানিক ৩টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলো ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকের বাসিন্দা আব্দুল কাশেমের ১০ বছর বয়সী ছেলে নুর হাশিম এবং একই ব্লকের মোহাম্মদ সালামের ৭ বছর বয়সী ছেলে মো. রাশেদ।

২৬নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি গুরা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়াপাড়া আর্মি ক্যাম্পের অধীনস্থ ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকের দুই শিশু নুর হাশিম ও মো. রাশেদ তাদের ব্লকের পার্শ্ববর্তী লেদার একটি ইট ভাটার পুকুরে গোসল করতে যায়। অসাবধানতাবশত তারা দুজনেই পানিতে পড়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয় রোহিঙ্গারা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিশুদের উদ্ধার করে। তবে নুর হাশিমকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মো. রাশেদকে নিকটস্থ টিডিএইচ (TDH) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবার ও ক্যাম্পে গভীর শোক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *