টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের সাবরাং ইউনিয়নে আব্দুল গফুর (২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টায় সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার নিজ বাড়িতে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আব্দুল গফুর ওই এলাকার শেখ আহম্মদের ছেলে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, রাত ৮টার দিকে স্থানীয়রা আব্দুল গফুরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানায় তার মৃতদেহ পাওয়া যায়। পরে বিষয়টি টেকনাফ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহত আব্দুল গফুরের ছোট ভাই আব্দুল কুদ্দুস জানান, তার ভাইকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হচ্ছিল। বাড়িতে খোঁজ করার সময় দেখা যায় ঘরের দুটি দরজাই ভেতর থেকে লাগানো। পরে স্থানীয় ইউপি সদস্যসহ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানায় শোয়া অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।
আব্দুল কুদ্দুস আরও জানান, কয়েক দিন আগে তার ভাই তার স্ত্রীকে বাবার বাড়িতে দিয়ে আসেন এবং এরপর থেকে তাদের মধ্যে ফোনেও কোনো যোগাযোগ হয়নি। তিনি ধারণা করছেন, তার ভাইয়ের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।