টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে চাঞ্চল্যকর সাফল্য পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে চালানো দুটি সাঁড়াশি অভিযানে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুই কুখ্যাত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার নজির আলীর পুত্র ইব্রাহিম প্রকাশ সালমুন, যার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অর্ধ ডজন মামলা রয়েছে। অপর আসামি মো. জিয়াউর রহমান জিয়া, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার চিতাহলার সৈয়দ আকবরের ছেলে, অস্ত্রসহ সাতটি মামলার ওয়ারেন্ট নিয়ে পলাতক ছিল।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন শুক্রবার সকালে এই সাফল্যের খবর নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তার সুদক্ষ নেতৃত্বে উপ পরিদর্শক খোকন কান্তি রুদ্র, সহকারী উপ পরিদর্শক শাহ আলম ও মো. জাহিদ হোসেনের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল হ্নীলা পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালায়। এই অভিযানে মাদকসহ ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহিম প্রকাশ সালমুনকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।
অন্যদিকে, একই রাতে টেকনাফ পৌর এলাকার চৌধুরী পাড়ায় আরেকটি সফল অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানে অস্ত্র আইনের একটি মামলাসহ মোট সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার অস্ত্র মামলা নং-৪০(৮)১৯, জিআর-৭১৯/১৯, মাদকদ্রব্য আইনে মামলা নং- ০৭(০৩)২০ ও জিআর নং- ৭২০/১৯, মোহাম্মদপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং- ৩(১০)১৩, আকবরশাহ থানার মামলা নং- ৬(৬)১৫, জিআর-১০৯/১৫ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)/৭(ক) ধারায় দায়ের হওয়া দুটি জিআর ও একটি সিআর সহ মোট চারটি জিআর এবং একটি সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলা রয়েছে।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওয়ারেন্ট তামিলের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই জোড়া অভিযানে টেকনাফের অপরাধ জগতে এক বড় ধরনের ধাক্কা লেগেছে বলে মনে করছেন স্থানীয়রা।