মহেশখালীতে টমটম চালক অপহরণ, যৌথ বাহিনীর অভিযানে ৮ ঘণ্টা পর উদ্ধার!

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার জীবনযাপন পর্যটন ভ্রমণ
ফাইল ছবি

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজার এলাকার বাসিন্দা, মৃত আবুল খাইরের পুত্র ফারুক (৩২), যিনি পেশায় একজন টমটম চালক, গত ১৮ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ৮টা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার সূত্রপাত হয় রাত ১১টার দিকে। অপহৃত ফারুকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার এক আত্মীয় লালুর নম্বরে একটি কল আসে। ফোনের ওপারে থাকা অপহরণকারীরা ফারুকের মুক্তির জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা আরও হুমকি দেয় যে, নির্ধারিত ৩০ মিনিটের মধ্যে টাকা পরিশোধ করা না হলে ফারুককে হত্যা করা হবে।

অপহরণের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফারুকের পরিবার মহেশখালী থানাকে বিষয়টি জানায়। থানা পুলিশের পরামর্শ অনুযায়ী, পরিবারের সদস্যরা অপহরণকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসনের কাছে সাহায্য চেয়ে আবেদন করেন।

ঘটনার গুরুত্ব উপলব্ধি করে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। রাতেই নৌ-বাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে একটি যৌথ উদ্ধারকারী দল অভিযান শুরু করে। একটানা রাতভর অভিযান চালানোর পর অবশেষে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মাতারবাড়ী পুরাতন সড়কের দ্বারাখাল ব্রিজের পাশ থেকে ফারুককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

এই সফল উদ্ধার অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের তড়িৎ এবং কার্যকর পদক্ষেপের কারণে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *