কুতুবদিয়ায় ফেরি সার্ভিস ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূ‌চির প্রস্তু‌তি

উপজেলা কক্সবাজার জীবনযাপন পর্যটন ভ্রমণ
কুতুবদিয়ায় ঘাট পারাপারে সীমানাহীন ভোগান্তি | ছবি : ডিএনএন

নিজস্ব প্রতিবেদক:

কুতুবদিয়া দ্বীপের প্রায় দেড় লক্ষ মানুষ মগনামা ঘাট পারাপারে দীর্ঘদিনের চরম ভোগান্তিতে অতিষ্ঠ। পুরনো ডেনিসবোট আর স্বল্প সংখ্যক স্পীডবোট সার্ভিস দ্বীপবাসীর জন্য যথেষ্ট নয়। জোয়ার-ভাটার কারণে প্রায় সাড়ে তিন কিলোমিটারের চ্যানেল পাড়ি দিতে কখনো এক ঘণ্টাও লেগে যায়। পণ্য পরিবহন এবং অসুস্থ রোগীদের আনা নেওয়ার ক্ষেত্রে এই ভোগান্তি আরও প্রকট। দীর্ঘদিন ধরে কুতুবদিয়ার জেটিতে একটি ফেরি সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছেন দ্বীপবাসী। তবে সরকার বদল হলেও তাদের এই দুর্ভোগের কোনো পরিবর্তন হয়নি। উল্টো প্রতি বছর ঘাটের ইজারামূল্য বৃদ্ধি করে সেই বোঝা সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, কুতুবদিয়ার মানুষের ভাগ্যোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর নেই। টেকসই বেড়িবাঁধ এবং ফেরি সার্ভিসের অভাবে দ্বীপের সাধারণ মানুষ এখন ক্ষোভে ফুঁসছে। এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে তারা ঢাকায় অবস্থান কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি জানানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটন।

তিনি জানান, কুতুবদিয়া চ্যানেল পারাপার এবং টেকসই বেড়িবাঁধের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচির প্রস্তুতি চলছে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তিনি ব্যক্তিগতভাবে এক হাজার মানুষের ঢাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই দাবিতে সহমত পোষণ করে হোটেল সমুদ্র বিলাসের কর্ণধার আদিলুল হক চৌধুরী আদিলও ঢাকায় সমাবেশের খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে, দ্বীপের সন্তান ও ডুয়েট ভিসি প্রকৌশলী ড. মুহাম্মদ জয়নাল আবেদীন দুই সপ্তাহ আগে থেকেই কুতুবদিয়া চ্যানেলে ফেরি চালুর দাবিতে জনমত গঠনের লক্ষ্যে অনলাইনে একটি জরিপ শুরু করেছেন।

এই আন্দোলনের অংশ হিসেবে, উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানগণের পক্ষ থেকে কুতুবদিয়া-মগনামা ঘাটে ফেরি চালুর দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন, ইতোমধ্যে সেই চিঠিতে সকলের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।

দীর্ঘদিনের অবহেলা আর চরম দুর্ভোগের শিকার কুতুবদিয়ার দ্বীপবাসী এবার তাদের ন্যায্য দাবি আদায়ে বদ্ধপরিকর। ঢাকায় তাদের এই অবস্থান কর্মসূচি দ্বীপের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে সরকারের নজরে আনবে এবং একটি স্থায়ী সমাধান বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা করছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *