দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে তীব্র বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা

কক্সবাজার জীবনযাপন পরিবেশ ভ্রমণ
দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে তীব্র বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা | ছবি : সংগৃহীত

ডিএনএন ডেস্ক:

দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার বাসিন্দাদের জন্য আবহাওয়ার পূর্বাভাসে আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে এমনটি বলেছেন আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি তার এক ফেসবুক পোস্টে বলেন, “বিশেষভাবে কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ উপজেলার উপরে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে তীব্র বজ্রপাতের ঝুঁকি রয়েছে।”

তিনি আরো বলেন, “এই পরিস্থিতিতে কক্সবাজার জেলার জেলে ও লবণ চাষি ভাইদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, তারা যেন আজ দুপুর ১২টা পর্যন্ত কোনোভাবেই লবণের মাঠে না যান।”

এছাড়াও, কক্সবাজারের জেলে ভাইদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, তারা যেন আজ দুপুর ১২টা পর্যন্ত নতুন করে মাছ ধরতে সমুদ্রে যাত্রা না করেন। এই সময় সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, সেই সাথে তীব্র বজ্রপাতের ঝুঁকিও বিদ্যমান।

সকলকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *