রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে টেকনাফে স্থানীয় যুবক নিহত

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার
নিহত নাজিবুল্লাহ | ছবি : সংগৃহীত

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে.কে. পাড়া এলাকায় আজ রবিবার (২০ এপ্রিল) সকালে রোহিঙ্গা যুবক সাদেকের ছুরিকাঘাতে নাজিবুল্লাহ (২৫) নামে এক স্থানীয় যুবক নিহত হয়েছেন।

নিহত নাজিবুল্লাহ ওই এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে নাজিবুল্লাহ যখন নাস্তা করতে যাচ্ছিলেন, তখন রোহিঙ্গা যুবক সাদেক মিথ্যা অপবাদ দিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নাজিবুল্লাহর মৃত্যু হয়।

নিহতের মা এলমা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ছেলে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। পরে সকাল ৮টার দিকে নাস্তা করতে যাওয়ার পথে রোহিঙ্গা সাদেক তাকে মিথ্যা অপবাদ দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। আমি আমার ছেলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় যুবক মোবারক হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মিথ্যা অপবাদ দিয়ে রোহিঙ্গা যুবক সাদেকের হাতে নির্মমভাবে খুন হয়েছে নাজিবুল্লাহ। আমরা দ্রুত সাদেকের গ্রেপ্তার ও আশ্রয়দাতা গৃহমালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই।”

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত নাজিবুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং তারা দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *