কুতুবদিয়ায় বিদ্যুতের মিটার লাগাতে গিয়ে ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু

উপজেলা কক্সবাজার
ছবি : ডিএনএন

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুতের মিটার লাগাতে গিয়ে আব্দুল হান্নান (২৫) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাটি মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ঘটে।

স্থানীয় দরবার রাস্তার মাথার আলম ফার্মেসীর মালিক মোহাম্মদ আনিস জানান, বৈদ্যরপাড়ার মো. ছৈয়দের ছেলে আব্দুল হান্নান নয়াপাড়ায় একটি বাড়িতে নতুন বিদ্যুতের মিটার সংযোগের কাজ করছিলেন। মিটার লাগানোর জন্য তিনি পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন।

ঘটনার সময়, বিদ্যুতের সংস্পর্শে এসে হান্নান গুরুতরভাবে আহত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী করিম নেওয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরমান হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রি মারা যাওয়ার বিষয়ে থানায় কেউ এখনো কোনো খবর জানায়নি। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *