যুবদল কর্মী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলম কারাগারে

অপরাধ আইন ও আদালত উপজেলা কক্সবাজার রাজনীতি
সাবেক সংসদ সদস্য জাফর আলম

ঢাকার একটি নিম্ন আদালত যুবদল কর্মী শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে (৬৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আদালতে হাজির করে এবং কারাগারে আটক রাখার আদবেদন জানায়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল কর্মী শামীম নিহত হন। এই ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় জাফর আলমকে গ্রেফতার করা হয়। এর আগে, রোববার (২৭ এপ্রিল) ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

আরও পড়ুন: কক্সবাজার-১ (চকরিয়া – পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম ঢাকায় গ্রেফতার

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ডাকা কেন্দ্রীয় মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, একই দিনে আওয়ামী লীগের পাল্টা সমাবেশের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে, যেখানে যুবদল নেতা শামীম নিহত হন। এই ঘটনায় পরবর্তীতে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে জাফর আলম অভিযুক্ত হন।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি পরাজিত হন। এছাড়াও, ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র এবং ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের আগস্ট মাস থেকে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন এলাকায় হত্যাসহ প্রায় ১৫-১৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *