কক্সবাজারসহ দেশের সব ( ৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাঁদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
এর আগে গত শুক্রবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।
উল্লেখ্য এর আগে মে-জুনে তিনধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনষ্ঠিত হয়। এই নির্বাচনে কক্সবাজার সদরে নুরুল আবসার, মহেশখালীতে জয়নাল আবেদিন, টেকনাফে জাফর আলম, উখিয়ায় জাহাঙ্গীর আলম, কুতুবদিয়ায় হানিফ বিন কাসেম, পেকুয়ায় শেফায়াত রাজু, চকরিয়ায় ফজলুল করিম সাঈদী, ঈদগাঁতে আবু তালেব এবং রামুতে রিয়াজুল আলম চেয়ারম্যান নির্বাচিত হন।