আজ কক্সবাজার আসছেন সালাহউদ্দিন, ব্যাপক প্রস্তুতি

মতামত

দীর্ঘ ১০ বছর পর মাতৃভূমি কক্সবাজার আসছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।শত শত ব্যানার-ফেস্টুন আর তুরনে ভরে গেছে কক্সবাজার শহর ও কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়ক। এছাড়া আয়োজন করা হয়েছে একাধিক সংবর্ধনা সভার। বিএনপি নেতাকর্মীদের মাঝে  দেখা যাচ্ছে বিপুল উৎসাহ উদ্দীপনা। জেলা বিএনপি সূত্রে জানা গেছে সকাল ১০:৪৫ মিনিটে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে করবেন।

এর আগে  ৯ বছরেরও অধিক সময় ভারতে অবস্থান শেষে গত ১১ আগস্ট দেশে ফিরেন এই বিএনপি নেতা। উল্লেখ্য ২০১৫ সালে ৬২ দিন নিখুঁজ থাকার পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলং থেকে তাকে উদ্ধার করেন ভারতীয় পুলিশ। পরে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে শিলং পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ২৬ এপ্রিল খালাস পান সালাহ উদ্দিন।

জেলা বিএনপি সূত্রে সফরসূচী:-

১) সকাল ১০.৪৫ মিনিটে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ ও কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান।

২) দুপুর ২ টায় চকরিয়া বাস টার্মিনালে চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভার যোগদান।

৩) বিকাল ৪ টায় পেকুয়া চৌমুহনী চত্ত্বরে পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান।

৪) পরদিন অর্থাৎ ২৯ আগষ্ট দুপুর ১২ টায় শহীদ ওয়াশীমের কবর জিয়ারত ও স্বজনদের সাথে সাক্ষাৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *