কুতুবদিয়া রক্ষায় দ্বীপশিখার মানববন্ধন: টেকসই বেড়িবাঁধ চাই

উপজেলা কক্সবাজার পরিবেশ পর্যটন
ঢাবি’র রাজু ভাস্কর্যে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদন:

প্রতিটি ঢেউয়ে ডুবে যাচ্ছে আমাদের স্বপ্ন,

আমরা বাঁচতে চাই, টেকসই বেড়িবাঁধ চাই।

নিজস্ব প্রতিবেদক:

প্রতিটি ঢেউয়ের আঘাতে স্বপ্ন ভেঙে যাচ্ছে কুতুবদিয়ার মানুষের। এই পরিস্থিতিতে দ্বীপটিকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনের আয়োজন করে ঢাকাস্থ কুতুবদিয়ার সংগঠন দ্বীপশিখা। মানববন্ধনে শিক্ষার্থীসহ কুতুবদিয়ার বহু গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।

মানববন্ধনে কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ ও আলমগীর মোহাম্মদ মাহফুলুল্লাহ ফরিদ উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক সচিব মনজুরুল আনোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সুজা উদ্দিনও মানববন্ধনে সংহতি জানান।

দ্বীপশিখার প্রধান উপদেষ্টা মোমেন আকসা এবং উপদেষ্টা আদিল চৌধুরী, প্রকৌশলী সাদ্দাম হোসাইন, জজ ইয়াসিন আরাফাত, ইয়াসির আরাফাতের মতো বিশিষ্টজনেরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনের শুরুতে ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কুতুবদিয়া-মহেশখালীর সাবেক এমপি ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেন, “স্বাধীন বাংলাদেশে এসে এভাবে কুতুবদিয়া বিলীন হতে পারে না। ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের পুনরাবৃত্তি আমরা মেনে নেব না।” তিনি সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বলেন, “শুধু মহেশখালীতে মেগা প্রজেক্ট বাস্তবায়ন করলে হবে না। কুতুবদিয়া টিকে না থাকলে মহেশখালীর সব উন্নয়ন ভেসে যাবে। তাই দ্রুত কুতুবদিয়ার আপামর জনসাধারণের দাবি টেকসই বেড়িবাঁধ বাস্তবায়ন করতে হবে।” সাবেক সচিব মনজুরুল আনোয়ার নৌপরিবহন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দ্রুত দাবি আদায়ের আশ্বাস দেন। মানববন্ধনে শিক্ষার্থীরা আবেগপূর্ণ গান পরিবেশন করেন।

সবশেষে, কুতুবদিয়ার জনগণের পক্ষে দ্বীপশিখার বর্তমান কমিটির সভাপতি মিজানুর রহমান মানববন্ধন ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে কুতুবদিয়ার সুরক্ষায় নিম্নলিখিত দাবিগুলো তুলে ধরা হয়:

১. অবিলম্বে কুতুবদিয়ার চারপাশে টেকসই ও মানসম্পন্ন বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

২. বেড়িবাঁধের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জরুরি সংস্কারের জন্য বিশেষ তহবিল গঠন করতে হবে।

৩. ভূমির ক্ষয়রোধে বনায়নসহ বিজ্ঞানভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

৪. উপকূলীয় জনগণের জীবন ও সম্পদ রক্ষায় জরুরি বাজেট বরাদ্দ দিতে হবে।

৫. উপকূলীয় এলাকা রক্ষায় আলাদা তহবিল এবং জাতীয় জরুরি সুরক্ষা প্রকল্প চালু করতে হবে।

৬. কুতুবদিয়ার দক্ষিণে মাতারবাড়ী প্রকল্পের প্রভাবে সৃষ্ট প্রবল পানির ধাক্কা যেন কুতুবদিয়ার উপর না পড়ে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, “আজ কুতুবদিয়া ডুবছে, কাল সারা উপকূল ডুববে। আজ কুতুবদিয়ার কান্না, আগামীদিনে গোটা বাংলাদেশের কান্না হবে। আসুন, সবাই মিলে কুতুবদিয়া বাঁচানোর লড়াইয়ে শামিল হই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *