কুতুবদিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা কক্সবাজার কৃষি জীবনযাপন পরিবেশ
কুতুবদিয়ায় ‘বাপা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা। ছবি : ডিএনএন

নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার উদ্যোগে ‘কুতুবদিয়ার প্রাণ প্রকৃতি, নদ-নদী ও প্যারাবন রক্ষা’ ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) উপজেলার বড়ঘোপস্থ কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সাইফান রেস্তোরাঁর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

বাপা কুতুবদিয়ার শ সভাপতি সাংবাদিক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, বাপা চকরিয়া শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো।

এসময় উপস্থিত ছিলেন বাপা কুতুবদিয়া শাখার উপদেষ্টা সাংবাদিক এম. এ. মান্নান, সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ সুজন, সাংবাদিক মহি উদ্দিন কুতুবী, পরিবেশ কর্মী নাজমুস সাকিব ও আবু হানিফ, আলী ওসমান শেফায়েত প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা কুতুবদিয়ার পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে বিশেষ আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *