আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা – ২০২৫

উপজেলা কক্সবাজার ক্যাম্পাস খুলনা বিভাগ গণমাধ্যম চট্টগ্রাম বিভাগ জাতীয় ঢাকা বিভাগ প্রধান খবর বরিশাল বিভাগ বাংলাদেশ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগ রাজশাহী বিভাগ শিক্ষা ও সংস্কৃতি সারাদেশ সিলেট বিভাগ
ফাইল ছবি

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

আরো দেখুন : কোন দিন কোন পরীক্ষা হবে

এবারের পরীক্ষায় সারাদেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে। উল্লেখ্য, ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারও তার আগের বছরের (২০২৩ সাল) চেয়ে প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী কমেছিল।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ৩৪ হাজার ৯২৮ জন ছাত্রী।

এবারের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবছর ছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন। এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ৬৬৩ জন।

জানা গেছে, এবার মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৭৩৪ জন এবং মানোন্নয়ন ১১৩ জন শিক্ষার্থী।

এছাড়াও মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৬১ হাজার ৭৬৫ জন, ছাত্রী ৭৯ হাজার ১৬২ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে ৯৯ হাজার ২৪৬ জন, কক্সবাজার জেলায় ২১ হাজার ১৯৩ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৭৪ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭৯ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩৫ জন।

এদিকে কক্সবাজার জেলায় মোট ৫৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করবে ২৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

তথ্য মতে, কক্সবাজার জেলায় মোট ৩১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। যেখানে শিক্ষার্থী সংখ্যা ২০ হাজার ২৩৪ জন। ১৪টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ২৮১ জন এবং ভোকেশনালের ৮টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১ হাজার ৫৬৪ শিক্ষার্থী।

কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ভিত্তিক তথ্য : জেলার ৯ উপজেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় চকরিয়া উপজেলায় পরীক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি। এসএসসি, দাখিল ও ভোকেশনালে ৮ কেন্দ্রে ৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর কক্সবাজার সদর উপজেলার অবস্থান। যেখানে ৭ কেন্দ্রে ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। ঈদগাঁও উপজেলায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৮৬৪ পরীক্ষার্থী। রামুতে ৭ কেন্দ্রে ২ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। উখিয়ায় ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ১৫৭। টেকনাফে কেন্দ্র ৭ হলেও পরীক্ষার্থী ২ হাজার ৫২৩ জন। মহেশখালীর ৭ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫৩৬ জন। কুতুবদিয়ায় ৫ কেন্দ্রে পরীক্ষায় বসছে ১ হাজার ৬৯৩ জন। পেকুয়ায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনালে অংশ নেবেন।

এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ঘোষণা দেওয়া হয়েছে।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব/ঘটনা, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে ১৪টি নির্দেশনা দেওয়া হয়।

আরো দেখুন: পরীক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃক ১৪ নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *