টেকনাফ প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় মিয়ানমার থেকে দেশে ফিরছেন আরাকান আর্মির হাতে আটক ৫৫ বাংলাদেশি জেলে। বুধবার (১৬ এপ্রিল) তারা দেশে ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
এর আাগে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য গিয়ে আরাকান আর্মি হাতে আটক হয় বাংলাদেশি জেলেরা। ধারণা করা হচ্ছে মাছ ধরার সময় না জেনে তারা মিয়ানমারে জলসীমায় প্রবেশ করে। এসময় তারা আরাকান আর্মির হাতে আটক হন।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, আটককৃত জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়নের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। বুধবার ( ১৬ এপ্রিল) দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আন্তরিকতা ও দীর্ঘদিনের মধ্যস্থতায় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ৫৫ জন জেলে দেশে ফিরে এসেছে। দেশে ফিরেয়ে আনা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।