২০১৭ সালের এই দিনে মায়ানমারে গণহত্যার শিকার হয়ে প্রাণ বাঁচাতে ১০ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে তারা অস্থায়ীভাবে আশ্রয় নেয়। ৭ বছর পূর্তি উপলক্ষ্যে ক্যাম্পে রোহিঙ্গারা দিনটিকে পালন করছে “রোহিঙ্গা রিমেম্বার’স ডে এন্ড রোহিঙ্গা জেনুসাইড ডে” হিসেবে। এই উপলক্ষে ক্যাম্পে ক্যাম্পে মিছিল, গণজমায়েতসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে ক্যাম্পের বাসিন্দারা। এই সময় তার বিভিন্ন দাবি সম্বলিত প্লে কার্ড নিয়ে শিশু, বৃদ্ধসহ অসংখ্য রোহিঙ্গা হাজির হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমারের আরকান, মংডু সহ বিভিন্ন রাজ্যে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় মায়ানমারের রাষ্ট্রীয় বাহিনী। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে ১০লক্ষাধিক রোহিঙ্গা। এরপর প্রত্যাবাসনের কথা থাকলেও ৭ বছরেও তা শুরু হয়নি।