কক্সবাজারে ৬টি থানায় নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপারের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্যা জানা যায়। ছয় থানা ছাড়াও ডিএসবিতেও নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।
তারা হলেন- কুতুবদিয়া থানা মো. আরমান হোসাইন, টেকনাফ থানায় মো. গিয়াস উদ্দিন, উখিয়া থানায় মো. আরিফ হোসাইন, রামু থানায় ওসি ইমন কান্তি চৌধুরী, ঈদগাও থানার নতুন ওসি মো. মছিউর রহমান, পেকুয়া থানা মো. সিরাজুল মোস্তফা, ডিএসবিতে মো. মিজানুর রহমান।