কক্সবাজার সদরের তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন গুলো হল ঝিলংজা, ভারুয়াখালী ও চৌফলদন্ডী। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রশাসন। স্থানীয় সরকার বিভাগের পক্ষে কক্সবাজারের জেলা প্রশাসক জনাব সালাহ উদ্দিন এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লেখিত তিন ইউনিযন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে. মুজিবুর রহমান, কামাল উদ্দিন, এবং টিপু সোলতান ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় জনগনের নাগরিক সুবিধা প্রাপ্তি ও বিদ্যমান অসুবিধা দূরীকরনের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্র প্রেরণ করেন। এমতাবস্থায়, উদ্বুত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে বিধি মোতাবেক আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হল। ঝিলংজা ও চৌফলদন্ডীতে দায়িত্ব পালন করবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী এবং ভারুয়াখালীতে দায়িত্ব পালন করবেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানা চৌধুরী।